Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্মের নামে যারা দেশ ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ১৮:৪৫

চট্টগ্রাম ব্যুরো: ধর্মের নামে কল্পিত অজুহাত তুলে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

বুধবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় তিনি একথা বলেন। নগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘মুজিবনগর সরকার ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম ভিত্তি। যারা এ সত্যকে অস্বীকার করে, তারা পাকিস্তানি প্রেতাত্মা। তারাই ধর্মের নামে এবং বিভিন্ন কল্পিত অজুহাত তুলে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সভায় নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘১৯৭১ সালের আজকের এদিনে মুজিবনগর সরকার শপথ নিয়েছিল। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বার্তা পৌঁছে গিয়েছিল। যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, তারা এই ১৭ এপ্রিল, ৭ মার্চ, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর স্বীকার করে না। তারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃত পাঠ দিয়েছে। তাদের নির্মূল করতে হবে। আমাদের সন্তানকে ইতিহাসের শুদ্ধ পাঠ দিতে হবে। তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়ে অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপাচার্য অধ্যাপক এএসএস লুৎফুল আহসানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এসময় ছিলেন।

মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৪ জাতীয় নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সংগ্রামের সুদীর্ঘ পথ বেয়ে ১৯৭১ সালের এদিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। একাত্তরের এদিনে বাঙালি জাতি নতুন করে আবার জেগে ওঠে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধুকে। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং মোহাম্মদ কামরুজ্জামানকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।’

সারাবাংলা/আরডি/এমও

আওয়ামী লীগ গণপ্রতিরোধ মুজিবনগর দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর