Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে বারের সামনে মারামারি: ৩ নারী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ১৮:৫১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ২১:৩২

ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বরের ‘ক্যাফে সেলেব্রিটা’ বারের সামনে হাতাহাতি ও চুলাচুলির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।’ এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।

গত ১৪ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেঁচামেচিও করছিলেন তারা। কয়েকজন পুরুষ অবশ্য তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ বারের সামনে মারামারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর