ঢাকায় ভিসা সেন্টার চালু করল চীন
১৮ এপ্রিল ২০২৪ ১৯:১৩
ঢাকা: ভিসা আবেদন ও সেবা কার্যক্রম সহজ করার লক্ষ্যে এবার ঢাকায় ভিসা আবেদন ও সেবাকেন্দ্র চালু করল চীন। দেশটি ভ্রমণে বাংলাদেশিদের আগ্রহ বাড়ায় এই ভিসা সেন্টারটি চালু করা হলো।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বনানীতে প্রাসাদ ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে ভিসা সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান উপস্থিত ছিলেন।
ইয়াও ওয়েন বলেন, ‘চীন ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আগ্রহ বেড়েছে। এজন্যই ভিসা আবেদন ও সেবা কার্যক্রম সহজ করতে এই ভিসা সেন্টার চালু করা হয়েছে। ফলে সহজেই বাংলাদেশের মানুষ চীনে যেতে পারবেন। ভিসা আবেদন, ট্রাভেল ইনস্যুরেন্স, মেডিকেল চেকআপ সংক্রান্ত সব তথ্য চীনা ভিসা সেন্টার থেকে জানা যাবে।’
ভিসা সেন্টারের কারণে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে তৌফিক হাসান বলেন, ‘এই নতুন স্মার্ট ভিসা সেন্টারের মাধ্যমে চীনের ভিসা পাওয়া আরও সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে।’
আজ উদ্বোধন হলেও আগামী ২১ এপ্রিল থেকে পুরোদমে এই ভিসা সেন্টারের কার্যক্রম চালু হবে। এই ভিসা সেন্টার প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার টানা পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য শুরুতে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা কেন্দ্রে।
সারাবাংলা/ইউজে/এনএস