বগুড়া: বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামে বাঁধন সরকার নামে ৫ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির দূরসম্পর্কের নানা সুকুমারকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাঁধন সদরের লাহেড়ি পাড়া ইউনিয়নের পিরগাছা বথুয়াবাড়ি গ্রামের রবি দাসের ছেলে।
পুলিশ জানায়, রবি দাসের স্ত্রী কাকলী দাসের মামা সুকুমারের বাড়ি শশিবদনী গ্রামে। গত মঙ্গলবার সকালে কাকলী মামার বাড়িতে ছেলে বাঁধন ও স্বামীকে নিয়ে বেড়াতে যান। সেখানেই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুন হয় শিশু বাঁধন। ধারাল অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়। ঘটনার পরে স্থানীয় লোকজন হত্যাকারী হিসেবে সুকুমারকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন ও হত্যার অভিযোগে সুকুমারকে থানায় নেয় পুলিশ। তবে কি কারণে নাতি বাধানকে নানা হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে অভিযুক্ত সুকুমারকে আটক করা হয়েছে। নিহতের লাশ তাদের পরিবার হাসপাতালে নিয়েছে, সেখান থেকে মর্গে পাঠানো হয়েছে।