Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপাহীবাগে ঘরের আড়ায় ঝুলছিল রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১৫:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে সিপাহীবাগের একটি বাসা থেকে জামাল (২২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় রশি প্যাচানো অবস্থায় ঘরের আড়া থেকে ঝুলছিল মরদেহটি। হাত-পা-ও বাঁধা ছিল। পুলিশের ধারণা, হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

মৃত জামাল জামালপুর সদর উপজেলার নুর মিয়ার ছেলে। সিপাহীবাগ ঝিলপার হাসমতের টিন শেড বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, সিপাহীবাগ ঝিলপাড় হাসমতের টিন শেড বাড়িতে মাকে নিয়ে থাকতেন জামাল। কয়েকদিন আগে তার মা গ্রামের বাড়িতে যান। বাসায় একাই ছিলেন জামাল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখা যায়, রুমের ভেতর আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে জামালের মরদেহ। এ সময় তার হাত-পা বাঁধা ছিল।

এসআই আব্দুল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে, রিকশাচালক জামালকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সারাবাংলা/এসএসআর/টিআর

ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার রিকশাচালকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর