Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৮৩ শতাংশ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ২০:২২

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৭০ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটার ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৮৩.৩৩ শতাংশ।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়। মূলত শুরুর দিকেই ভোটার উপস্থিতি কম থাকায় এবং অধিকাংশ শিল্পী শেষ সময়ে কেন্দ্রে ঢোকায় নির্ধারণ সময় ৫টারও বেশি সময় ভোট নেওয়া হয়। ভোট গ্রহণও আধ ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।

এদিন সকালে সবার আগে ভোট দেন ডা. এজাজ। শেষ বেলায় ভোট দেন শাবনূর, মাহিয়া মাহি, ববি, মিষ্টি জান্নাত, আমিন খান, শাকিল খান।

এবারের নির্বাচনে আলমগীর, সোহেল রানাকে ভোট দিতে না দেখা গেলেও ভোট দিয়েছেন আনোয়ারা, ববিতা, সুচন্দা, চম্পা, আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিমের মত বর্ষীয়ান শিল্পীরা।

নির্বাচনে ২১টি পদের জন্য ভোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন জানিয়ে, সন্ধ্যা ৭টার পর তারা ভোট গণনা শুরু করবেন। পুরো প্রক্রিয়া কেন্দ্রের বাইরে থাকা মনিটরে লাইভ দেখানো হবে। ফলাফল জানার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সারাবাংলা/এজেডএস/এমও

চলচ্চিত্র শিল্পী সমিতি টপ নিউজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পী সমিতির নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর