ঢাকা: দেশের প্রায় এক তৃতীয়াংশ অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার (২০ এপ্রিল) তাপমাত্রা বেড়ে ৪১ দশমিক ৫ ডিগ্রিতে পৌঁছেছে। ফলে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন হয়ে পড়েছে। বাড়ছে পানিবাহিত রোগ। এ পরিস্থিতি শিগগিরই পরিবর্তন হওয়ার লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
এছাড়া ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে উল্লেখ করে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামীকাল রোববার (২১ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
আর আগামী সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানান এই আবহওয়াবিদ। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, মোংলা, ঈশ্বরদীতে ৪১ ডিগ্রি, যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি, কুমারখালী ৪০ দশমিক ২ ডিগ্রি, খুলনা ও সাতক্ষীরায় ৪০ ডিগ্রি, মাদারীপুরে ৩৯ দশমিক ২ ডিগ্রি, গোপালগঞ্জে ৩৯ দশমিকক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া কমপক্ষে ১০ জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রির ওপর দিয়ে বয়ে যাচ্ছে।