খুলনা: মহানগরীর জিরো পয়েন্ট থেকে ১২টি সোনার বারসহ মাসুম বিল্লাহ নামে একজনকে আটক করেছে যশোর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে জিরো পয়েন্টে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়। মাসুম বিল্লাহ সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে সোনার বারগুলো সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের কাছে সেই সংবাদ ছিল। এর পরিপ্রেক্ষিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসযাত্রী মাসুম বিল্লাহর জুতার নিচে কৌশলে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।’
এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তাজুল ইসলাম।