Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজ থেকে পড়ে ভারতীয় নাবিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ২১:৪৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিক এক নাবিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) রাতে নগরীর পতেঙ্গা থানার আলফা বহির্নোঙর এলাকায় নোঙ্গর অবস্থায় ওই জাহাজে এ ঘটনা ঘটেছে।

নিহত সিন্ধে ক্রুনাল কুমার গজানন্দ (৩৫) ভারতের গুজরাটের বাসিন্দা। তিনি পানামার পতাকাবাহী এমভি ট্রিস্টার ডুগন নামে একটি জাহাজে সীম্যান পদে কর্মরত ছিলেন। জাহাজটির স্থানীয় প্রতিনিধি হাসান শিপিং লাইনস বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘জাহাজ কিংবা তাদের এজেন্টের পক্ষ থেকে বন্দরের নিয়ন্ত্রণ কক্ষে কিছুই জানানো হয়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, জাহাজটি অপরিশোধিত চিনি নিয়ে এসেছিল। জাহাজে কাজ করার সময় একজন নাবিক অসাবধানতাবশত ওপর থেকে ডেকে পড়ে যান। এতে নাবিকের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/আরডি/একে

জাহাজ ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর