ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ইকবাল হোসেন (৩২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ওই বন্দির বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। বাবার নাম মো. হোসেন আলী। তার কয়েদি নম্বর ৩৫৪৯/এ। তবে তাৎক্ষণিক তার মামাল বিষয়ে বিস্তারিত জানা যায়নি।