Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ টন ভারতীয় চিনিসহ গ্রেফতার এক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২৫ টন চিনিসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসব চিনি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (২১ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২০ এপ্রিল) রাতে বাকলিয়া থানার মধ্যম চাক্তাই চালপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বোরহান আলমদার (২৭) পটিয়া উপজেলার আলমদার পাড়ার বাসিন্দা।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার সারাবাংলাকে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রি করার গোপন সংবাদে অভিযান চালিয়ে ৫০০ বস্তা চিনিসহ একটি লরি গাড়ি জব্দ করা হয়, যার ওজন ৫০০ মেট্রিক টন। এ ঘটনায় বোরহান আলম নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি দেশে এনে বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছেন। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর