Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকা নিতে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১৯:০১

ঢাকা: টিকা নেওয়ার সময় হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকার নির্বাচিত মেডিকেল সেন্টারগুলো থেকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২১ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেখানে বলা হয়, রিপোর্টগুলোর মধ্যে রয়েছে: Urine R/M/E, R.B.S, X-Ray Chest P/A view, ECG, Serum Creatinine, CBC with ESR, Blood Grouping & Rh Typing. এসব রিপোর্ট অবশ্যই ৩ মাসের মধ্যে সম্পন্ন হতে হবে।

হজযাত্রীরা মোট ৮০টি স্বাস্থ্য সেবা ও টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সব জেলার সিভিল সার্জন অফিস।

এছাড়া, ঢাকা জেলার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, সরকারী কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

এ সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

স্বাস্থ্য পরীক্ষা হজ যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর