Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের ফলে সন্ধ্যায় ত্রুটি চিহ্নিত, সংশোধিত ফল মধ্যরাতে

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ২৩:২৩

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা-চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফলে ত্রুটি চিহ্নিত হয়েছে। ফলে ওই ফলাফল স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জানিয়েছে, ত্রুটিযুক্ত ফলাফল সংশোধন করে তা রাত ১২টার পর প্রকাশ করা হবে।

রোববার (২১ এপ্রিল) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুরে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রকাশিত ওই ফলাফলে দুটি সেট কোডের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে পুনরায় মূল্যায়ন শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম।

আরও পড়ুন- সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঢাকা-চট্টগ্রাম বিভাগের ফল প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল রোববার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক স্মারকে প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ২৩ হাজার ৫৭ জন প্রার্থী। প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এ জন্য মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র আইআইসিটি, বুয়েটের কারিগরি টিম এরই মধ্যে পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে। রোববার দিবাগত রাত ১২টার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে রোববার দুপুরে প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে অনেক পরীক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও ফল না পাওয়ার অভিযোগ তোলেন। অনেকে ফেসবুকে পোস্ট দেন। পরে মেঘনা ও যমুনা কোডের প্রার্থীরা গ্রুপ খুলে সেখানে কারা কারা ভালো পরীক্ষা দিয়েও ফল পাননি, তা জানাতে থাকেন। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের দৃষ্টিগোচর হলে দুই সেটের উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

নিয়োগ পরীক্ষা সহকারী শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর