Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেফারির সিদ্ধান্ত ফুটবলের জন্য লজ্জার: জাভি

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪ ০৯:২৪

বিতর্কিত এক সিদ্ধান্তে গোল না পাওয়ায় ক্ষুব্ধ বার্সা

রিয়াল-বার্সা ম্যাচে বিতর্ক থাকবে না, তা কি আর হয়? প্রতিবারের মতো এবারও জমজমাট এক এল ক্লাসিকো শেষে রয়ে গেছে বিতর্ক। গোললাইন প্রযুক্তি না থাকায় রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে গোল না পাওয়ায় বেজায় চটেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের মাঠে ৩-২ গোলে হারের পর বার্সা কোচ জাভি বলছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির এমন সিদ্ধান্ত ফুটবলের জন্য লজ্জাজনক।

বার্নাব্যুতে তখন ১-১ এ সমতা। ম্যাচের ২৮ মিনিটে রাফিনহার কর্নার থেকে পাওয়া বলে শট নেন লামিল জামাল। সেই বল গোলপোস্টের একদন লাইন থেকে সরিয়ে দেন রিয়াল কিপার লুনিন। বল গোলের লাইন পার করেছে কিনা, সেটা নিয়ে চলে তুমুল তর্ক। লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকায় রেফারির উপরেই বর্তায় গোলের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত রেফারির জানান, বল পুরোপুরি লাইন পার করেনি। তাই জামালের গোলও পাওয়া হয়নি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত দুইবার পিছিয়ে পরেও বেলিংহামের অন্তিম মুহূর্তের গোলে দারুণ এক জয়ে ১১ পয়েন্টের লিড নিয়ে লা লিগা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে রিয়াল। এমন হারের পর ট্রফি জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে বার্সার। রেফারির এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না জাভি, ‘গোললাইন প্রযুক্তি না থাকাটা লজ্জার। যদি লা লিগাকে সেরা লিগের একটি ধরতে হয় তাহলে অবশ্যই এটি থাকা উচিত। যা হয়েছে সবাই সেটা দেখেছে। আমার নতুন করে বলার কিছু নেই। আমাদের সাথে অন্যায় হয়েছে। এটা ফুটবলের জন্যও লজ্জার। ম্যাচের আগেই আমি বলেছিলাম রেফারি যেন এমন সিদ্ধান্ত ভালোভাবে বুঝে দেন। দিনশেষে এরকম কিছুই হয়নি।’

জাভির মতো রেফারির এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়েছেন বার্সা কিপার টের স্টেগানও, ‘গোল লাইনের যে সিদ্ধান্ত রেফারি নিয়েছেন সেটার কোন ব্যাখ্যা খুঁজে পাইনি। এটা ফুটবলের জন্য লজ্জার। লিগের অনেক কাজেই বহু টাকা খরচ হয়, কিন্তু এই প্রযুক্তি কেনা হয় না। অন্য বড় লিগে যেখানে এই প্রযুক্তি আছে সেখানে লা লিগাতেও থাকা উচিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

জাভি বার্সেলোনা ভিএআর রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর