Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুতার মধ্যে মিলল ৬টি সোনার বার

লোকাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ১০:৩৫

বেনাপোল: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক পাচারকারীর জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬টি সোনার বার পাওয়া গেছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, ‘রোববার রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে ওই পাচারকারীকে আটক করা হয়।’

আটক পাচারকারী চয়ন হোসেন (১৮) শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।

বিজিবি কর্মকর্তা জানান, সোনা পাচারকারী একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। গোগা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো সোনা পাওয়া যায়নি। পরে জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম। জব্দ করা সোনার মূল্য ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘উদ্ধার করা সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ সোনার বার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর