উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন এমপির ছেলে ও ছোট ভাই
২২ এপ্রিল ২০২৪ ১১:৩৬
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও তার আপন ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ।
এদের মধ্যে রাকিবুজ্জামান শনিবার ও মাহবুবুজ্জামান রোববার (২১ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের অংশ না নিতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশ আছে। এমন পরিস্থিতিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যের ছেলে ও সহোদরের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলায় আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে চাননি।
রাকিবুজ্জামান আহমেদ বলেন, ‘আমি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছি এবং ইতিমধ্যে অনলাইনে দাখিল করেছি।’
সংসদ সদস্যের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ বলেন, ‘আমি কালীগঞ্জ উপজেলা পরিষদের এবার নিয়ে পরপর দুই বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান। আমার ভক্ত ও সমর্থকদের আহ্বানে সাড়া দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছি এবং ইতিমধ্যে অনলাইনে দাখিল করেছি।’
সারাবাংলা/এমও