আরও ৩ দিন বাড়ল ‘হিট অ্যালার্ট’ এর সময়
সারাবাংলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৪ ১১:৫২
২২ এপ্রিল ২০২৪ ১১:৫২
ঢাকা: সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ প্রেক্ষিতে জারি করা ‘হিট অ্যালার্ট’ এর সময় আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২২ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতর আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে।
সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, চলমান তাপপ্রবাহ আগামী তিন দিনও অব্যাহত থাকতে পারে। এই সময়ে গরমে অস্বস্তি আরও বাড়তে পারে।
এর আগে, গত ১৯ এপ্রিলও তিন দিনের হিট অ্যালার্ট তথা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল অধিদফতর। তখন দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, এপ্রিলে ছয়টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতি তীব্র। এ সময় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
সারাবাংলা/এমও