২৫ সংগঠন নিয়ে ‘চট্টগ্রাম সঙ্গীত সংগঠন মোর্চা’র আত্মপ্রকাশ
২২ এপ্রিল ২০২৪ ১২:৩৬
চট্টগ্রাম ব্যুরো: ২৫টি সংগঠনের সমন্বয়ে ‘চট্টগ্রাম সঙ্গীত সংগঠন মোর্চা’ নামে একটি সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশের সিদ্ধান্ত হয়েছে। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সংগঠনগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
২৫টি সংগঠন হলো- রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, উদীচী চট্টগ্রাম, রক্তকরবী, লালন পরিষদ, সাংস্কৃতিক ইউনিয়ন, সারগাম সঙ্গীত পরিষদ, স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন, নজরুল কালচারাল একাডেমী,দেবাঞ্জলি সঙ্গীতালয়, গীতধ্বনি সঙ্গীত অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, বিশ্বতান সংগীত, শ্রুতিনন্দন, আওয়ামী শিল্পীগোষ্ঠী, সঙ্গীত ভবন, সঙ্গীত তীর্থ, অদিতি সঙ্গীত নিকেতন, সুরধ্বনি সাংস্কৃতিক অঙ্গন, কলাবন্তী সঙ্গীত একাডেমী, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সাংস্কৃতিক পরিষদ, রাগেশ্রী ও বিবেকানন্দ সঙ্গীত নিকেতন।
মোর্চার নেতারা জানিয়েছেন, আগামী ১০ মে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সঙ্গীত উৎসবের মাধ্যেমে এ মোর্চা আত্মপ্রকাশ করবে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্পনা লালার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি জয়ন্তী লালা, দীপেন চৌধুরী, চট্টগ্রাম শিল্পকলার একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, উদীচী চট্টগ্রামের সভাপতি ডা. চন্দন দাশ, সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্ত, সহ সাধারণ সম্পাদক জয় সেন, সারগাম সঙ্গীত পরিষদের সভাপতি আবদুল হালিম দোভাষ, বিশ্বতান সঙ্গীতের মনিকা ভট্টাচার্য, বিবেকানন্দ সংগীত নিকেতনের মানু মজুমদার, সাংস্কৃতিক ইউনিয়নের ইমরান চৌধুরী, টিকলু কুমার দে, সঙ্গীত ভবনের মন্দিরা চৌধুরী, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের নন্দ দুলাল গোস্বামী, সঙ্গীত তীর্থের মো. মহিউদ্দিন, শ্রুতিনন্দনের রুপন দাশ, লালন পরিষদের লুপর্না মুৎসুদ্দি, স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের সামশুল হায়দার তুষার, দেবাঞ্জলি সঙ্গীতালয়ের জলি মূখার্জী, দেবাশীষ চৌধুরী, অদিতি সঙ্গীত নিকেতনের টুনটু কুমার দাশ, আবিদা আজাদ, সীমা হোড়, মিতালী রায়, দোলন সেন, মানস শেখর, লাকী দাশ ও তাপস কুমার বড়ুয়া।
সারাবাংলা/আইসি/এমও