তীব্র গরমে অনলাইন ক্লাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ১২:৪৬
২২ এপ্রিল ২০২৪ ১২:৪৬
কুবি: সারাদেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে অনলাইনে ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৮০তম জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিল সূত্রমতে, তীব্র তাপপ্রবাহে ক্লাস-পরীক্ষা চালু রাখার বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে রুটিন অনুযায়ী ক্লাস কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চূড়ান্ত পরীক্ষা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সশরীরে অনুষ্ঠিত হবে। আগামী ২ মে পর্যন্ত সকল মিডটার্ম পরীক্ষা স্থগিত ও পরিবহন সেবা অর্ধেক চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলা/এসআর/ইআ