Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ পদেই একক প্রার্থী, মুন্সীগঞ্জ সদরে সবাই বিনা ভোটে জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ২২:১৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১০:৫১

মুন্সীগঞ্জ: ভোট হচ্ছে না সদর উপজেলা পরিষদ নির্বাচনে। কারণ, এই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই তিন জন গত উপজেলা নির্বাচনেও নির্বাচিত হয়েছিলেন।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।

তিনি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনিস উজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান সোহেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বশির আহমেদ বলেন, ‘চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলেন গতবারের উপজেলা চেয়ারম্যান আনিস উজ্জামান। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তী সময়ে একজন ভাইস চেয়ারম্যান ও অপর একজন মহিলা ভাইস চেয়ারম্যান তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে এই দুই পদে যথাক্রমে নাজমুল হাসান সোহেল এবং হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।’

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রথম ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮ মে যে নির্বাচন হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। তবে যথাসময়ে জয়ীদের গেজেট প্রকাশ হবে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর