Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমা উপজেলার ছাত্রলী‌গ সভাপ‌তি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ১১:৪৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৪:২৬

বান্দরবান: বান্দরবানের রুমা উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকা‌লে জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি অং ছাইং উ পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন মা‌নিকের সই করা এক বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এ তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে লিপ্ত থাকার অ‌ভি‌যোগ থাকায় রুমা উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হ‌লো।

উল্লেখ‌্য, তার বিরু‌দ্ধে উপ‌জেলার বি‌ভিন্ন সশস্ত্র সন্ত্রাসী বা‌হিনী‌তে তথ‌্য পাচার, চাঁদাবা‌জি, সাধারণ মানুষকে ভয়ভী‌তি প্রদর্শণসহ নানা ধর‌ণের অপক‌র্মের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/ইআ

ছাত্রলীগ সভাপতি টপ নিউজ বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর