Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র থেকে ডাকে এল কোটি টাকার মাদকের পার্সেল, গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ১৬:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ডাকযোগে রঙিন মোড়কের প্যাকেটে কিছু পার্সেল আসে ঢাকায়। প্যাকেটগুলো দেখে মনে হয় যেন ভেতরে শিশুদের খেলনা, খাবার রাখা। তবে পার্সেলের ঠিকানা ভুয়া প্রমাণিত হওয়ায় সন্দেহ হয় ডাক কর্মকর্তাদের। এরপর এসব প্যাকেট যাচাই করতে গেলে সেখান থেকে বের হয়ে আসে কোটি কোটি টাকা মূল্যের মাদক। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতার তিনজন হলেন-মো. রাসেল মিয়া, রমজান মিয়া ও মো. ইমরান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে আসা একটি পার্সেল জব্দ করা হয়। এসময় গাঁজার নির্যাস থেকে তৈরি ছয় প্যাকেট টেট্রাহাইড্রো ক্যানাবিল যুক্ত কুশ, আমেরিকান গাঁজার তৈরি নয়টি চকলেট ও ১০টি কেক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য কোটি টাকা।

তিনি জানান, এসব গাঁজা সিনথেটিকভাবে তৈরি করা হয়। যা বাংলাদেশে উৎপাদিত গাঁজা থেকে শতগুণ ভয়াবহ।

তিনি বলেন, পার্সেলের গায়ে কোনো ঠিকানা লেখা ছিল না। কেবল একট মোবাইল নম্বর দেওয়া ছিল। সেই সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টটা কথা স্বীকার করেছেন। তারা বেশ কিছুদিন ধরে এ ব্যবসা করছিলেন। তাদের সঙ্গে আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে।

 

সারাবাংলা/জেআর/এনইউ

গ্রেফতার ডাক মাদক যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর