Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন চবি’র ৫ শিক্ষক

সারাবাংলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪ ১৮:২৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টরেরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক লিটন মিত্র, ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সহকারী প্রক্টরেরা মূল বেতনের বাইরে ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তাদের মেয়াদ হিসেবে গণ্য হবে।

এর আগে, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ওয়াহিদুল আলমকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।

সারাবাংলা/আরডি/এনইউ

চবি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর