Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, বাবা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ২১:৩৫

বগুড়া: ঠিকমতো পড়াশুনা না করায় সাত বছরের শিশু রাহি মনিকে হাতে থাকা ব্যাগ দিয়ে সজরো আঘাত করেন বাবা আব্দুর রহিম। এসময় ওই ব্যাগের মধ্যে থাকা ছুরি রাহির পেটে ঢুকে যায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বগুড়ার কাহালু পৌর এলাকার ২নং ওয়ার্ডের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আব্দুর রহিম পুকুরে মাছ চাষের জন্য ব্যবহৃত নেট বুনুনের কাজ করেন। সকাল ৭টার দিকে কাজ করতে যাওয়ার সময় মেয়ে পড়াশুনা করে না এজন্য তাকে শাসন করার জন্য হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করেন। এসময় ব্যাগে থাকা ছুরি রাহি মনির তলপেটে ঢুকে যায়। তাৎক্ষণিক তাকে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কাহালু থানার ওসি (তদন্ত) আশরাফ আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত পিতা আব্দুর রহিমকে দুপুরে দিকে দর্গাহাট এলাকা থেকে আটক করা হয়। মেয়েটির বাবা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনইউ

ছুরিকাঘাত টপ নিউজ বগুড়া বাবা মেয়ে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর