মিরপুরে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু
২৮ মে ২০১৮ ১১:৪৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: মিরপুর রুপনগরে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় (৪০) বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৭ মে) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় রুপনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুপনগর থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রোববার রাতে খবর পাই রুপনগর ট ব্লকে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পরে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পড়নে ছিল নীল গেঞ্জি ও ছাই রংয়ের ফুল প্যান্ট।
সারাবাংলা/এসএসআর/টিএম