Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৪ এপ্রিল ২০২৪ ১৪:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে বুধবার (২৪ এপ্রিল) বিকেলে থাইল্যান্ড পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান থাইল্যান্ডের মিনিস্টার ইন অ্যাটেনডেন্স পুয়াংপেত চুনলায়েদ। এসময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূতও ফুল দিয়ে স্বাগত জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এর আগে বিমানটি আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সফরে এখানে এসেছেন।

সফরকালে শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন।

আগামী ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এনআর/এমও

টপ নিউজ প্রধানমন্ত্রী ব্যাংকক লাল গালিচা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর