যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক
২৪ এপ্রিল ২০২৪ ১৫:১১
জনপ্রিয় মাইক্রো-ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি বিল পাস হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সিনেটে এই বিলটি তোলা হলে ব্যাপক সমর্থন পেয়ে তা পাস হয়। এতে পক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন সিনেটর এবং বিপক্ষে দিয়েছেন ১৮ জন। এই বিল পাসের ফলে টিকটক নিষিদ্ধের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মার্কিন আইনপ্রণেতারা।
এর আগে, গত ১৩ মার্চ জনপ্রিয় এই অ্যাপটি নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়।
এবার সিনেটের অনুমোদন লাভের ফলে বিলটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। তিনি সই করলে এটি আইনে পরিণত হবে। আর বাইডেন বেশ আগেই এই বিলে সই করার কথা ঘোষণা দিয়ে রেখেছেন।
নতুন এই বিলে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কাছে অ্যাপটির মালিকানা বেচে দিতে বলা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে ৯ মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। যদি প্রতিষ্ঠানটি এই সময়ের মধ্যে তা না করে তাহলে আমেরিকায় টিকটিক নিষিদ্ধ হয়ে যাবে।
সারাবাংলা/ইআ