Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মামলায় মামুনুল হকের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৭:৩৪

মাওলানা মামুনুল হক, ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। তাকে মুক্তি পেতে হলে চট্রগ্রামে নাশকতার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় জামিন প্রয়োজন।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে বিচারক এসব মামলায় তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা তিনটি মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় ২০১৩ সালে একটি মামলা হয়।

অপরদিকে ২০২১ সালের নাশকতার অভিযোগে আরও দুটি মামলা হয়। এসব মামলা এখনো তদন্তাধীন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আরও বলেন, মামুনুল হককে মুক্তি পেতে হলে চট্রগ্রামে নাশকতার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় জামিন প্রয়োজন। আশা করছি আগামী দুএকদিনের মধ্যে চট্রগ্রামের মামলায় মামুনুন হকের জামিন মঞ্জুর হবে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

মামুনুল হক


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর