Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যু: বাসচালক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী এলাকা থেকে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার তাজুল ইসলাম (৪৯) চট্টগ্রামের রাউজার উপজেলার চিকদাইর ইউনিয়নের আবদুল খলিলের ছেলে। তিনি চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচলকারী শাহ আমানত পরিবহনের বাসের চালক।

বিজ্ঞাপন

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘চুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

গত সোমবার (২২ এপ্রিল) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে আরোহী হিসেবে চুয়েটের ৩ শিক্ষার্থী ছিলেন।

এদের মধ্যে ঘটনাস্থলেই শান্ত সাহা (২০) ও তৌফিক হোসেন (২১) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। শান্ত চুয়েটের পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ও তৌফিক ২১ ব্যাচের ছাত্র। একই ঘটনায় জাকারিয়া হিমু আরেকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুর পর গত তিনদিন ধরে চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন।

সারাবাংলা/আরডি/এমও

২ শিক্ষার্থীর মৃত্যু চুয়েট বাসচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর