Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাককর্মীকে ধর্ষণের পর হত্যা, ৩ জনের ফাঁসির রায়


২৮ মে ২০১৮ ১৩:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।  

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আসমা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীকে অপহরণ ও ধর্ষণের পর লাশ মাটিচাপা দেওয়ার ঘটনায় তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

সোমবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাকিবউদ্দিন আহমেদ রাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তিন আসামিকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলার চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ভদ্রাসন এলাকার নূর উদ্দিনের ছেলে নাসির উদ্দিন বিটল, অকু মিয়ার ছেলে ছফুন , মৃত আব্দুস সালামের ছেলে খোকন মিয়া।

খালাসপ্রাপ্তরা হলেন আলমাস ব্যাপারীর ছেলে ছালেহ আহমেদ ছালাত, মৃত মোমিন আলী মুন্সির ছেলে হাসান কবির মেম্বার, আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ ওরফে দাড়িওয়ালা আজিজ, সুজন মিয়ার ছেলে মো. মিজান।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১২ মার্চ রাতে মামলার বাদী রাজা মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী আসমা আক্তার রাতে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় কুশিয়ারা ভদ্রাসন এলাকা থেকে আসামিরা আসমাকে অপহরণ করে। পরে ধর্ষণের পর হত্যা শেষে লাশ মাটিচাপা দিয়ে রাখে।

এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আসামিকে খোকনকে আটক করে। ২০০৮ সালের ১১ জুন খোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম প্রকাশ করেন।

সারাবাংলা/টিএম/একে

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর