মহাসড়কে মুখোমুখি দুই ট্রাক, প্রাণ গেল চালক-সহকারীর
২৬ এপ্রিল ২০২৪ ০৯:০৫
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা ও সার বহনকারী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ভুট্টা বহনকারী ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম গোলাম রাব্বী (৩৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। চালকের সহকারীর রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সার বোঝাই একটি ট্রাক যাচ্ছিল দিনাজপুরের দিকে। পথে টিএন্ডটি মোড় এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও তার সহকারী মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর