মিরপুরে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
২৮ মে ২০১৮ ১৩:৩০ | আপডেট: ২৮ মে ২০১৮ ১৩:৩৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: মিরপুর রুপনগরে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। সোমবার (২৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মৃতদেহ শনাক্ত করেন মৃত ব্যক্তির ভাগিনা রিফাত হোসেন।
রিফাত জানায়, তার মামার নাম নজরুল ইসলাম। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বর্তমানে মিরপুর সাত নম্বর সেকশনের চলন্তিকা ঝিলপাড় বস্তিতে স্ত্রী ইরা আক্তার ও এক ছেলে দুই মেয়েকে নিয়ে থাকতেন।
রিফাত জানায়, নজরুল আগে এলাকায় মাদক ব্যবসা করতো। মাদক মামলায় গত বছর কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে রোববার (২৭ মে) দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় নজরুল। মুমূর্ষু অবস্থায় রুপনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সারাবাংলা/এসএসআর/টিএম
মিরপুরে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook