ব্যাগ থেকে নারীর খণ্ডিত লাশ উদ্ধার
২৮ মে ২০১৮ ১৩:৪০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্বপাশের সড়কে পড়ে থাকা ব্যাগ থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যাগে ওই নারীর গলা থেকে পেট অংশ পাওয়া গেছে।
সোমবার (২৮ মে) সকালে খণ্ডিত লাশটি উদ্ধার করা হয়।
কাফরুল থানার ওসি শিকদার শামীম বলেন, ‘ওই লাশের মাথা, হাত ও পা পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, লাশটি হত্যার পর কয়েকদিন ফ্রিজে রাখা হয়েছিল। এরপর ব্যাগে এনে এখানে হত্যাকারীরা ফেলে গেছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/একে