Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়াকে অস্ত্র সহায়তা দিলে চীনের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪ ১২:০০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে সতর্ক করে বলেছেন, চীন ইউক্রেনে হামলায় ব্যবহৃত সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ বন্ধ না করলে ওয়াশিংটন ব্যবস্থা নেবে।

বেইজিংয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বর্তমানে তিনদিনের সফরে চীনে অবস্থান করছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে তিনি চীন সফর করছেন।

মার্কিন শীর্ষ এ কূটনীতিক বলেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীকে তিনি স্পষ্ট করে বলেছেন যে, তারা স্নায়ুযুদ্ধের অবসানের পর ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিতে মদদ দিচ্ছে।

অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, আমরা ইতোমধ্যে এই কাজে জড়িত চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আর চীন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা নেব।

তবে যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নিবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করেছেন ব্লিংকেন। এ সময় ব্লিংকেনের উদ্দেশে চীনা প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শত্রুতা নয়, বরং দুই দেশের অংশীদার হওয়া উচিত।

এ ছাড়া বৈঠকে মার্কিন কর্মকর্তারা চীনের সঙ্গে রাশিয়া, তাইওয়ান ছাড়াও বাণিজ্য নিয়ে নানা পার্থক্যের বিষয়টি তুলে ধরেন।

সারাবাংলা/ইআ

অ্যান্টনি ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর