Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিটস্ট্রোকে প্রাণ হারালেন প্রাণের কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ১৮:৪৪

মুন্সীগঞ্জ: হিটস্ট্রোকে মুন্সীগঞ্জে সাখাওয়াত হোসেন মুকুল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি প্রাণ-আরএফএল কোম্পানির মাঠ পর্যায়ের বিপণন বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।

প্রাণ-আরএফএল কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান, শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের অদূরে মুন্সীরহাট এলাকায় মাঠপর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের হিটস্ট্রোকের সিমটম রয়েছে

নিহতের মরদেহ তার নিজ জেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান প্রাণের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন।

সারাবাংলা/এমও

প্রাণের কর্মী হিটস্ট্রোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর