Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ মিনিট দেরি, স্বপ্নভঙ্গ ভর্তি পরীক্ষার্থীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ২৩:১৬

কুষ্টিয়া: গুচ্ছ ভর্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পরে উপস্থিত হওয়ায় অংশগ্রহণ করতে পারেননি এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রবেশপত্রে উল্লেখিত নিয়মে পরীক্ষা শুরুর পর কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অংশ নিতে দেওয়া হয়নি তাকে। বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ ঘটনা দেখা যায়।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ইবি কেন্দ্রে প্রায় ১২টা ২০ মিনিটে পরীক্ষা দিতে উপস্থিত হন এক শিক্ষার্থী। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এসেছেন বলে জানান। এছাড়া দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে বলে দাবি করেন তিনি। এসময় দায়িত্বরত শিক্ষকরা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রে প্রবেশে বাধা দেন। এমতাবস্থায় কেন্দ্রে ঢুকতে না পেরে চলে যান শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ওই দিন দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যথাসময়ে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি একাডেমিক ভবনে মোট ৫ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা ইবিতে কেন্দ্র নির্ধারণকারী আবেদনকৃত শিক্ষার্থীদের ৯১.০৪ শতাংশ।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকের পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়নি। উপস্থিতির হারও মোটামুটি সন্তোষজনক ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইসলামী বিশ্ববিদ্যালয় দেরি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর