Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১১:৫৩

বান্দরবান: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

ডাক দেওয়া ধর্মঘটের কারণে সকাল থেকে বান্দরবানের দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। বন্ধ ছিল বান্দরবান চট্টগ্রাম, বান্দরবান কক্সবাজার, বান্দরবান রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের। তবে বান্দরবানের অভ্যন্তরে চলছে ছোট বড় যানবাহন।

বিজ্ঞাপন

রোববার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই ধর্মঘট ডাকা দেওয়া হয়।

শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মনজুরুল আলম চৌধুরী মনজু। এ সময় গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর