বান্দরবান: বান্দরবানের রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২৮ এপ্রিল) রুমার প্রাংশা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, শনিবার থেকে সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা যায়। পরে আজ সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটি কুকিচিন সদস্যদের বলে ধারণা করছে পুলিশ।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থলটি রুমা এলাকায় হলেও থানচির নিকটবর্তী হওয়ায় ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।