Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর সাবেক সাব-রেজিস্ট্রার নীহার রঞ্জনকে স্থায়ী বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৬:২০

ঢাকা: নরসিংদী সদরের সাবেক সাব-রেজিস্ট্রার নীহার রঞ্জন বিশ্বাসকে চূড়ান্তভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এর আগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

এ বিষয়ে গত ২৫ এপ্রিল আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সাময়িক বরখাস্তকৃত নরসিংদী সদরের সাব-রেজিস্ট্রার (বর্তমানে নিবন্ধন অধিদফতরের সংযুক্ত কর্মকর্তা) নীহার রঞ্জন বিশ্বাসকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(খ) মোতাবেক যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার বিধি ৪/৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখান্ত করা হয়।

বিজ্ঞাপন

ওই প্রজ্ঞাপনে বলা হয়, নীহার রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিবি রাখ) ও ৩(খ) মোতাবেক যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। এবং কেন তাকে চাকরি হতে বরখাস্ত করা হবে না, সে মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তবে নীহার রঞ্জন বিশ্বাস নোটিশের জবাবে প্রস্তাবিত শান্তি প্রদানের বিপক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি দেখাতে পারেননি। তাই তদন্তকারী কর্মকর্তা কর্তৃক নীহার রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে ‘অসদাচরণ ও দুর্নীতি’র অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।

তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে কর্তৃপক্ষ নীহার রঞ্জন বিশ্বাসকে অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে দোষী সাবস্থ করে কেন তাকে চাকরি হতে বরখাস্ত করা হবে না, সে মর্মে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। অভিযুক্ত কর্মকর্তা ওই কারণ দর্শানোর নোটিশের বিপরীতে প্রস্তাবিত শাস্তির বিরুদ্ধে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হন।

বিজ্ঞাপন

পরে নীহার রঞ্জন বিশ্বাসকে চাকুরি হতে বরখাস্ত করার সিদ্ধান্তের বিষয়ে পরামর্শের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চিঠি দেওয়া হয়। এরপর সব কাগজপত্র পরীক্ষা করে কমিশন নীহার রঞ্জন বিশ্বাসকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’র বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্ত’ শীর্ষক দণ্ড প্রদানে আইন ও বিচার বিভাগের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ অনুযায়ী নীহার রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা-২০১৮’র বিধি ৩ (খ) ও ৩ (খ) মোতাবেক যথাক্রমে ‘অসদাচরণ ও দুর্নীতি’র অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার বিধি ৪/৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখান্ত করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

টপ নিউজ নরসিংদী নীহার রঞ্জন বিশ্বাস সাব-রেজিস্ট্রার নীহার রঞ্জন বিশ্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর