Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাটাখালীর পৌর মেয়র হলেন মিতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৯:৫৮

রাজশাহী: কাটাখালী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন রাবেয়া সুলতানা মিতু। হ্যাঙ্গার প্রতীক নিয়ে তিনি ৬ হাজার ৩০৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু শামা নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৭ ভোট। আর মিজানুর রহমান চামচ প্রতীকে ২ হাজার ৯১৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। এর পর নয়টি কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা মিতু কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলীর স্ত্রী। এদিন উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। নির্বাচন চলাকালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রার্থী অংশ নেন। অন্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জহুরুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে ১ হাজার ৩৩৯ ভোট, মোতাহার হোসেন রেল ইঞ্জিন প্রতীকে ১ হাজার ৮৮ ভোট, সিরাজুল ইসলাম জগ প্রতীকে ৩৮৪ ভোট এবং জিয়ারুল ইসলাম ক্যারাম বোর্ড প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩ হাজার ৫৪১ জন। যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৭৭৬ এবং পুরুষ ভোটার ১১ হাজার ৮৮৬ জন।

সারাবাংলা/পিটিএম

কাটাখালী পৌর মেয়র মিতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর