Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৪ ০৯:২৮

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৪ বছর বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনের উপর বসে ছিলেন ওই যুবক। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেন তার উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।

তিনি আরও জানান, দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি।

বিজ্ঞাপন

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, রাতে দুই বিচ্ছিন্ন অবস্থায় পথচারীরা ওই যুবককে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে ওই যুবক মারা যায়। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর