Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালুরঘাটে টেম্পুর ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৪ ১৪:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রিজে উঠার সময় সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেরিঘাটের পূর্বদিকে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা তুজ জোহরা (১৮) বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তজু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার উপ পরিদর্শক আবু মুসা সারাবাংলাকে জানান, ফেরি থেকে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজি চালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় ফেরিতে উঠার জন্য ওই কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। পরে টেম্পুটি ওই শিক্ষার্থী ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন সারাবাংলাকে বলেন, টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টেম্পুটি জব্দ করা হয়েছে। টেম্পু চালককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সারাবাংলা/আইসি/ইআ

কলেজ শিক্ষার্থীর মৃত্যু কালুরঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর