‘সম্মিলিত উদ্যোগে ক্ষুধা-বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে’
২৯ এপ্রিল ২০২৪ ২২:১৭
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একটি গৌরবান্বিত মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও বেসরকারি সংগঠনের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। শহিদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সেখানে অসমতা থাকবে না, কুসংস্কার থাকবে না। সমাজের কোনো জনগোষ্ঠী ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গভেদে বৈষম্যের শিকার হবে না, থাকবে না ক্ষুধা।
সোমবার (২৯ এপ্রিল) দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকের ৩৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ বলেন, ‘বিগত কয়েক দশক ধরেই বাংলাদেশের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় বাংলাদেশকে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। বন্ধ করতে হবে পরিবেশ বিপর্যয়ে উন্নয়নে কৌশলে নেতিবাচক প্রবণতা।’
বিশেষ অতিথির হিসেবে পিকেএসএফ চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, ‘দেশের দারিদ্র নিরসনে তৃণমূল সংগঠন ও সমিতি গড়ে স্বাস্থ্য-শিক্ষা, জরুরি ত্রাণ ও পুনর্বাসন, পানি ও পয়ঃনিষ্কাশন এবং দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গে বাস্তবায়ন করছে।’
ডিএসকে’র মহাসচিব অধ্যাপক ড. এ এস এম গোলাম মরতুজা বলেন, ‘ডিএসকে শক্তিশালী সমাজভিত্তিক সংগঠন (সিবিও)। এর মাধ্যমে নিজেরাই নিজেদের উন্নয়ন প্রক্রিয়ার পরিকল্পনা প্রণয়ন, অগ্রাধিকার চিহ্নিত ও বাস্তবায়ন করতে সক্ষম হবে। এক্ষেত্রে পরিবার ও কমিউনিটি, সরকারি সংস্থা, দাতা সংস্থা ও সকলের অংশগ্রহণ জরুরি।’
অনুষ্ঠানে ডিএসকে’র সমর্থক জাতীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা ব্র্যাক, ওয়াটারএইড, ওয়াটার ফার্স্ট ইন্টারন্যাশনাল, ইউনিসেফ, ঢাকা ওয়াসা ও পিকেএসএফ’কে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া, ডিএসকে’র বিভিন্ন স্তরে কর্মরত পাঁচ জনকে তারকাকর্মী হিসেবে সম্মাননা দেওয়া হয়। ওই পাঁচ জন হলেন-ে ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক সোহাগ মিয়া, সহকারী শাখা ব্যবস্থাপক, চন্দনা দেবনাথ, মাঠ কর্মকর্তা ইয়াসমিন নাহার, পানি ও পয়ঃনিষ্কাশন প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মো. নাজিম উদ্দিন এবং স্বাস্থ্য কার্যক্রমের সহকারী সেবিকা মোসা. সাথী বেগম।
দিনব্যাপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ও পাট বিজ্ঞানী অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, ওয়াটারএইড দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম, নারীনেত্রী আরমা দত্ত প্রমুখ।
সারাবাংলা/জেআর/পিটিএম