Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজিকে ‘কঠিন পরীক্ষা’ মানছেন সানচো

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪ ০৯:২৮

সেমিতে মুখোমুখি পিএসজি-ডর্টমুন্ড

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে সেমিতে পা রেখেছিল তারা। নিজেদের ইতিহাসের চতুর্থ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। হাই ভোল্টেজ সেমির আগে ডর্টমুন্ড মিডফিল্ডার জ্যাডন সানচো বলছেন, পিএসজিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন তারা।

২০১২-১৩ মৌসুমে সবশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছিল ডর্টমুন্ড। এবারের মৌসুমে দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছিল জার্মান ক্লাবটি। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোর বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিতে পা রেখেছে ডর্টমুন্ড। সেমিতে তাদের প্রতিপক্ষ বার্সার বিপক্ষে অনেকটাই পিছিয়ে থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেমিতে ওঠা পিএসজি।

বিজ্ঞাপন

পিএসজির বিপক্ষে তাই বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে ডর্টমুন্ড, জানালেন দারুণ ফর্মে থাকা সানচো, ‘পিএসজির বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদের শান্ত থাকতে হবে, অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না। নিজেদের সবটা দিয়েই ফাইনালে ওঠার লড়াই চালিয়ে যেতে হবে। আশা করি ভালো পারফর্ম করেই আমরা ফাইনালে যাবো।’

আগামীকাল ১ মে রাত ১টায় নিজেদের মাঠে সেমির প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে ডর্টমুন্ড।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ডর্টমুন্ড পিএসজি সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর