Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি শিক্ষক সমিতির নির্বাচনে ২২ প্রার্থীর লড়াই

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ১৩:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

এর আগে গত ২১ এপ্রিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রত্যেকেই আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দল সমর্থিত। হলুদ দলের দু’টি পক্ষ থেকে মোট ১১ পদে পূর্ণ প্যানেল ঘোষণা করা হলেও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অংশগ্রহণ করছেন না নির্বাচনে।

নির্বাচনে অংশগ্রহণ না করার কারণ জানতে চাইলে সাদা দলের আহবায়ক শামীম উদ্দিন খান সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দলীয় নিয়োগ এবং নির্বাচনের পরিবেশ না থাকায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি।’

এদিকে নির্বাচনে প্রার্থীরা হলেন- সভাপতি পদে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের মো. দানেশ মিয়া ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাহবুবুর রহমান, সহ সভাপতি পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নাজনীন নাহার ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের এবিএম আবু নোমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ওমর ফারুক রাসেল, যুগ্ম সম্পাদক পদে ইতিহাস বিভাগের গোলাম কুদ্দুস লাবলু ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আইন বিভাগের মুহাম্মদ মঈন উদ্দীন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শাহনেওয়াজ মাহমুদ সোহেল প্রতিদ্বন্দিতা করছেন।

বিজ্ঞাপন

এছাড়া ছয় সদস্য পদের বিপরীতে ১২ প্রার্থী হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনিমেষ বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এএসএম বোরহান উদ্দীন, দর্শন বিভাগের এফএম এনায়েত হোসেন, সমাজতত্ত্ব বিভাগের এসএম মনিরুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের এসএম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের একেএম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের পারভীন সুলতানা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মঞ্জুরুল আলম, আরবি বিভাগের মুহাম্মাদ নুর হোসাইন, আইন বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ফিশারিজ বিভাগের অধ্যাপক রাশেদ-উন-নদী ও চারুকলা ইনস্টিটিউটের সুফিয়া বেগম।

সারাবাংলা/আইসি/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর