Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ১৫:৫১

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৬) নামের এক তরুণ নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিরামপুর রেলস্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বকুল বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামের মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহত কিশোরের মামা হামিদুর রহমান জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কয়েকজন বন্ধু চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনে চড়ে গন্তব্যে যেতে অপেক্ষা করছিল। এসময় এক বন্ধুর হাত ফসকে একটি ব্যাগ নিচে পড়ে যায়। সেই ব্যাগটি বন্ধুর হাতে তুলে দিতে চেষ্টা করছিল বকুল। এসময় ২ নম্বর লাইন দিয়ে যাওয়া পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনের বগির ধাক্কায় ছিটকে পড়ে যায় সে। পরে দ্রুত বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান, বুকে গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই বকুলের মৃত্যু হয়েছে।

বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল। এসময় ২ নম্বর লাইন দিয়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির ধাক্কায় ছিটকে পড়ে বকুল নামের কিশোরটি।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনএস

দিনাজপুর বিরামপুর


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর