দলের সিদ্ধান্ত মেনে এমপি দস্তগীর গাজীর ছেলের মনোনয়ন প্রত্যাহার
৩০ এপ্রিল ২০২৪ ১৭:১৭
ঢাকা: দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ওপাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের ছেলে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তার পক্ষে তার মনোনয়ন প্রত্যাহারপত্র জমা নেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
মনোনয়নপত্র প্রত্যাহার করে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। অতীতের মতো ভবিষ্যতেও দলের আদেশ-নির্দেশন মেনেই রাজনীতি করব। আগের মাতাই রূপগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করে যাব।
গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, রূপগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। তার ইচ্ছা ও দলের যে ইচ্ছা আছে, সেই চাওয়াই আমরা এখানে প্রতিপালন করার সর্বোচ্চ চেষ্টা করি। শত বাধার মধ্যেও আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
দলের সিদ্ধান্ত আদেশের সমতুল্য উল্লেখ করে পাপ্পা গাজী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দীর্ঘ ১৯ বছর ধরে রাজনীতির মাঠে রয়েছি। সঙ্গে আছি আওয়ামী লীগের। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান গাজী গোলাম মূর্তজা। বলেন, এখানে যারাই প্রার্থী থাকুক না কেন, আপনারা (ভোটার) ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের কাছে এটাই আমার প্রত্যাশা।
সারাবাংলা/জেআর/টিআর