ঢাকা: দেশে আবারও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করে বিগত দিনের রেকর্ড ভেঙেছে কেন্দ্রগুলো। মঙ্গলবার (৩০ এপ্রিল) ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এ পর্যন্ত দেশের সর্বোচ্চ।
এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাত ৯টায়। এ সময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ২২ এপ্রিল রাত ৯ টায়। ওই দিন বিদ্যুৎ উৎপাদন হয় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট।