অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার কারাগারে
৩০ এপ্রিল ২০২৪ ২৩:০০
ঢাকা: জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
এদিন আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত অহিদুলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে আদালত মামলার অভিযোগপত্রও গ্রহণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
মামলার তদন্ত শেষে চলতি বছরের ৯ জানুয়ারি অহিদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন হোসেন ভূইয়াকে (৪৫) অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
অহিদুল ইসলামের বিরুদ্ধে তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময়কাল ২০০০ থেকে ২০২১ সালের ৮ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম