Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭১ সালে যুদ্ধে যাননি, কিন্তু পতাকা ওড়াচ্ছেন গাড়িতে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ১৮:৫৪

ঢাকা: জাতীয় পার্টির (রওশন এরশাদ অংশ) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের উদ্দেশে বলেছেন, ৭১ সালে আপনার বয়স ছিল ২৩ বছর। আপনি বুয়েটের ছাত্র ছিলেন, কিন্তু যুদ্ধে যাননি। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে যে পতাকা আমরা অর্জন করেছি, আপনি পার্টিকে বিক্রি করে দালালির মাধ্যমে সেই পতাকা ওড়াচ্ছেন বাড়িতে-গাড়িতে।

বুধবার (১ মে) মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গণে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে টাউন হল প্রাঙ্গণে পথচারী ও শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘কোনো আন্দোলন-সংগ্রামে যাবেন না, জেল খাটবেন না, শুধু উত্তরাধিকার দাবি করে পদ আঁকড়ে থাকতে চাইবেন, আর দালালি করবেন; জনগণকে বিভ্রান্ত করবেন- তা হবে না। নির্বাচন এলে দালালি করবেন আর দোষ চাপাবেন নেতা-কর্মীদের ওপর। আপনি নির্বাচনে দলকে বিসর্জন দিয়েছেন। জনগণ জানে আপনি কেন নির্বাচনে গিয়েছিলেন, কি সুবিধার বিনিময়ে। আপনার বিচার একদিন হবে। ক্ষমা পাবেন না।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘মে দিবসের আলোচনায় শুধু শ্রমিকদের কথা বলা হয়। পরবর্তী সময়ে কেউ তাদের কথা মনে রাখেন না। শিশু শ্রমিকদের কথা কেউ বলেন না। তারা অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা পরিষ্কার করছে। তাদের মুখে মাস্ক নেই, হাতে গ্লাভস নেই। পল্লীবন্ধু এরশাদ এই শিশুদের কথা ভেবেছিলেন। পথকলি ট্রাস্ট গঠন করেছিলেন। তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদরা ভালো না হলে দেশ ভালো হবে না, মানুষ ভালো থাকবে না। দেশে এখন রাজনীতি নেই। রাজপথে না নামলে শ্রমিকদের দাবি কোনোদিন আদায় হবে না।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে আলেচনা সভায় আরও বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, হাজী নাসির সরকার, যুগ্ম মহাসচিব এস এম হাসেম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সমবায় বিষয়ক সম্পাদক পারভেজ আলম মীর, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাহিন আরা সুলতানা রিমা, প্রাদেশিক বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিরাজুল আরেফিন মাসুম, যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক চিশতী খায়রুল আবরার শিশির, যুগ্ম- এনজিও বিষয়ক সম্পাদক আবু জাফর কামাল প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টি জিএম কাদের টপ নিউজ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর